আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ে চার মাওবাদী নেতা আত্মসমর্পণ করেছেন। নাশকতা-সহ ৪০টির বেশি গুরুতর মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের মাথার দাম রাখা হয়েছিল ৩২ লক্ষ টাকা। সেখানের জেলা প্রশাসন জানিয়েছে, এই সাফল্য ছত্তিশগড়ের গ্রাম পুলিশের। গত বছর ওই জেলায় মোট ৭৯২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন।
