আমিদরিয়া নিউজ : সূর্যকুমার যাদব চার ম্যাচের টি২০ সিরিজে একটা নতুন চেহারায় ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু প্রোটিয়ারা বিশ্বকাপ ফাইনালে তাদের সাম্প্রতিক পরাজয়ের প্রতিশোধ নিতে চাইছে।
আইসিসি টি২০ বিশ্বকাপ ফাইনালে বিপর্যস্ত হারের ক্ষত এখনও দগদগে দক্ষিণ আফ্রিকার। এবারে আজ, শুক্রবার, তাদের ঘরের মাঠে শুরু হচ্ছে চার ম্যাচের টি২০ সিরিজ এবং এবারও ভারতের মুখোমুখি তারা।
ঘুরে দাঁড়ান ভারতের জয়ের পর প্রায় চার মাস কেটে গেছে। বার্বাডোসে দ্বিতীয় টি২০ বিশ্বকাপে বিশ্ব শিরোপার সম্মান ছিনিয়ে এনেছিল তারা। এবার দেখা যাক দক্ষিণ আফ্রিকার হাত থেকে এবারও ফসকে যায় কিনা ক্রিকেটের বিশ্বখেতাব আর ভারত আবার ক্রিকেট সভায় শ্রেষ্ঠ আসনটি নিতে পারে কিনা।
২৯ জুনের পর বিরাট পরিবর্তন এসেছে ভারতীয় ক্রিকেট দলে। ভারতীয় ক্রিকেটের অনেক দিকপাল দল থেকে সরে গেছেন সংক্ষিপ্ততম ফর্ম্যাটের জন্য। এবং সূর্যকুমারের নেতৃত্বে টি২০ আন্তর্জাতিকে প্রায় নিখুঁত জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে।
রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজার অবসর আর বুমরাহ, রিসভ পন্থ টেস্ট ক্রিকেটের জন্য অনুপস্থিত থাকলেও নতুন প্রজন্মের ভারতীয় ক্রিকেটাররা তিনটে টি২০ সিরিজেই ভারতের নাম উল্লেখযোগ্যভাবে উজ্জ্বল করেছে।
এদিকে দক্ষিণ আফ্রিকার ফাইনালের পর থেকে দুটি ম্যাচেই অত্যন্ত খারাপ রানের হার। ওয়েস্ট ইন্ডিজের কাছে তিনটি এবং আয়ারল্যান্ডের কাছে একটি ম্যাচে হার হয়েছে তাদের।
প্রোটিয়ারাও তাদের সাম্প্রতিক সংক্ষিপ্ত সিরিজে বেশকিছু নতুন মুখ এনেছে কিন্তু এইডেন মার্করামই অধিনায়ক রয়ে গেছে টি২০ ম্যাচে।
দুটো দলই, এবং পৃথিবীর অন্যান্য দলও এখন টি২০ ক্রিকেটে নতুন খেলোয়াড় আনতে ব্যাস্ত।
বিশ্বসেরা দলগুলো ২০২৬-এর ফেব্রুয়ারি-মার্চ টি২০ বিশ্বকাপের শীর্ষ-খেতাব নিজের ঘরে রাখতে চাইবে যা ভারতে এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
আপাতত, যদিও দক্ষিণ আফ্রিকার খারাপ ফলাফল থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা আর একইসাথে ভারত বিদেশের মাটিতে তাদের উত্তপ্ত জয় ধরে রাখতে পারে কিনা বিশ্বের ক্রিকেট-প্রেমিদের দৃষ্টি এখন সেদিকেই।