আমুদরিয়া নিউজ : সূর্যনগর ফ্যান্সি ইয়ুথ ক্লাবে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দুদিন ব্যাপী জেলা ক্যারম প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন মোট ২৪ জন প্রতিযোগী। এই প্রতিযোগিতায় থাকবেন পাপিয়া বিশ্বাস ও ম্যাম্পি কোদালিয়া সহ জাতীয় স্তরের ৬ জন খেলোয়াড় । পাপিয়া বিশ্বাস বর্তমানে মহিলাদের বিভাগে বাংলার ১ নম্বর স্থানাধিকারী এবং মাম্পি কোদালিয়া বর্তমানে বাংলায় ৪ নম্বর খেলোয়াড়। এ ছাড়াও জুনিয়র বিভাগের রাঙ্কিং খেলোয়াড়দের মধ্যে রয়েছে অনিরুদ্ধ লাহিড়ী ও পৃথ্বী সাহা। গত জেলা প্রতিযোগিতায় তারা জুনিয়র বিভাগে যথাক্রমে জেলার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে।
সিনিয়র বিভাগের সেরার খেতাব জয় করেছিলেন পাপিয়া বিশ্বাস ।
৮ ও ৯ এর দুদিন ব্যাপী এই প্রতিযোগিতাটি আয়োজিত হচ্ছে সূর্যনগর ফ্যান্সি ইয়ুথ ক্লাবের পরিচালনায় এবং শিলিগুড়ি জেলা ক্যারম (২৯”)সংস্থার তত্ত্বাবধানে। প্রতিযোগিতায় থাকবে ট্রফি সহ ৫০০০ টাকার নগদ পুরস্কার।