আমুদরিয়া নিউজ: রবিবার চিনা রসুনের পাচারকারী সন্দেহে এক ড্রাইভারকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ৭ কুইন্টাল রসুন নিয়ে ছোট কার্গো গাড়ি করে চাদমুনি দিয়ে যাচ্ছিল। ড্রাইভার, রাজীব রঞ্জন(৩৬), বিহারের বাসিন্দা। ধরা পড়া রসুনের দাম প্রায় ২ লাখ টাকা।
সম্প্রতি শিলিগুড়িতে চিনা রসুনের চাহিদা বাড়তে থাকায় চোরা পথে রসুন এনে বেশি মুনাফা লুটতে চাইছেন ব্যবসায়ীরা। নেপাল থেকে অবৈধভাবে এই রসুন শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে আসে যা সেখান থেকে বাকি বাজারগুলোতে জোগান দেওয়া হয়।