আমুদরিয়া নিউজ : বাড়িতে পড়ে ছিল বহুদিনের স্কুটি। নদিয়ার চাকদহের ভাজা বাড়ি এলাকার স্বপনের বাবার স্মৃতিও বটে স্কুটিটি। আইডিয়া আসতেই আর দেরি করেননি স্বপন। বাড়ির মেহগনি কাঠ দিয়ে দিন সাতেকের মধ্যে বানিয়ে ফেলেন একটি স্কুটির মডেল। পুরোনো মডেলটি থেকে ভেতরের যন্ত্রাংশ খুলে লাগিয়ে দেন কাঠের বানানো কাঠামোটিতে। স্কুটিটি নিয়ে দিব্যি এপাশ ওপাশ থেকে ঘুরে আসেন স্বপন। পাড়ার সকলেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। তবে একটুও বেচাল হন না স্বপন। রীতিমত হেলমেট পড়ে, নিয়ম মেনে স্কুটি চালান স্বপন।
