আমুদরিয়া নিউজ : সিরিয়ায় এখন তুলকালাম কাণ্ড চলছে। সে দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের ধাক্কায় দেশ ছেড়েছেন। সংবাদ সংস্থা সূত্রের খবর, তাঁকে আশ্রয় দিয়েছে তাঁর বন্ধু দেশ রাশিয়া। সপরিবারে মস্কো পৌঁছে গিয়েছেন আসাদ। অবশ্য আগেই মস্কোর তরফে দাবি করা হয়েছিল, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পরেই দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি ইস্তফা দেওয়ার পরেই বিমানে দেশ ছাড়েন।
সিরিয়ায় প্রেসিডেন্টকে সরাতে প্রাথমিক হামলায় নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। যে সংগঠন রাষ্ট্রসঙ্ঘ, আমেরিকা এবং তুরস্ক সহ অনেক দেশে সশস্ত্র জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত।
এদিকে, সিরিয়ায় বিদ্রোহীরা রাজধানী দামাস্কাস দখলের পরে সেখানে হামলা চালাল আমেরিকা। সেখানকার আইসিস ঘাঁটি লক্ষ্য করে রবিবার হামলা চালানো হয়েছে। আমেরিকা দাবি করেছে, সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে তারা।