আমুদরিয়া নিউজ : তবলার দুনিয়ার কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবরটি স্বীকার করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।