আমুদরিয়া নিউজ : বাংলার গর্ব তথা শিলিগুড়ির টেবিল টেনিসের অন্যতম পথিকৃৎ ভারতী ঘোষের জীবনাবসান হয়েছে। ২৪ ফেব্রুয়ারি, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরেই নানা বাধর্ক্যজনিত অসুখে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নামে শিলিগুড়ি সহ বাংলার টেবিল টেনিস মহলে।
শিলিগুড়ির থেকে যে সমস্ত টেবিল টেনিস খেলোয়াড় সর্বভারতীয় ও আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেছেন, তাঁদের বেশির ভাগেরই কোচ হলেন ভারতী ঘোষ। ৩০০০ এর বেশি খেলোয়াড়কে টেবিল টেনিস শিখিয়েছেন তিনি। যেমন, অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষ।
ভারতীদেবীকে ২০১৯ সালে রাজ্য সরকার বঙ্গরত্ন সম্মান দেন। ২০২১ সালে ক্রীড়া দফতরের পক্ষ থেকে তাঁকে ক্রীড়াগুরু সম্মান প্রদান করা হয়।