আমুদরিয়া নিউজ : মহাকুম্ভে ডুব দেওয়ার সুযোগ পেল একটি কুকুর। নেপথ্যে তার মালিক। কুম্ভমেলায় যোগ দিতে প্রস্তুতি নিচ্ছিলেন তরুণ। বাড়িতে ছিল পোষ্য। বিদায়বেলায় হঠাৎই গাড়িতে গিয়ে উঠে বসে ওই তরুণের বহুদিনের পোষ্য সারমেয়। কিছুতেই আর নামে না গাড়ি থেকে। মালিককে ঘুরতে যেতে দেখে ভীষণ মন খারাপ তার। অগত্যা তার কুকুরটিকে সঙ্গে নিয়েই মহাকুম্ভে যান ওই তরুণ। সমাজমধ্যমে ওই পোষ্য সহ তরুণের ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার দৃশ্য নজর কেড়েছ নেটিজেনদের। একজনের কমেন্ট, ‘হয়তো পরের জন্মে মানুষ হওয়ার মতো পুণ্য অর্জন করে নিয়েছে পোষ্যটি।’