আমুদরিয়া নিউজ : একটি সহজ হিসেবের মধ্যে দিয়ে আপনি যত লক্ষ টাকার গৃহঋণ নিচ্ছেন নিজের স্বপ্নের বাড়ি কেনার জন্য আজই সেই লোনের মূল্যের ০. ১% টাকার একটি এস আই পি শুরু করুন আগামী ২০ কিংবা ৩০ বছরের জন্য।
এতে করে ২০ কিংবা ৩০ বছর পর এস আই পি থেকে আপনি যেই অর্থ পাবেন তা আপনার বাড়ির লোনের সুদের থেকে যথেষ্ট বেশি। এভাবেই ঋণের সুদকে সম্পূর্ণ বাদ না দিতে পারলেও কিছু বছর পর সেই অর্থই আপনার কাছে ফিরে আসবে।