আমুদরিয়া নিউজ : কাশ্মীরে সন্ত্রাস চালানো বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনাই করা উচিত না বলে মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা। রবিবার কাশ্মীরের গান্দেরবালে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান ৭ জন। সেই প্রেক্ষাপটে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা পাকিস্তানকে কড়া বার্তা দিতে গিযে এ কথা জানান।
তিনি বলেছেন, পাকিস্তানের নেতৃত্ব ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইলে তাদের এসব বন্ধ করতে হবে। তাঁর হুঁশিয়ারি, এভাবে কাশ্মীর কখনও পাকিস্তান হবে না। তাঁর সংযোজন, গত ৭৫ বছর ধরে চেষ্টা করেও পাকিস্তান বানাতে পারেনি ওরা।