আমুদরিয়া নিউজ : ভাষা আন্দোলনে জ্বলছে তামিলনাড়ু। অভিযোগ, জাতীয় শিক্ষানীতির নামে জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই নীতির বিরোধিতা করে রবিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুর পলাচি স্টেশনের হিন্দি নাম মুছে ফেলা হল। অন্যদিকে স্ট্যালিন জানান, কেন্দ্র ১০ হাজার কোটি টাকা দিলেও জাতীয় শিক্ষানীতি গ্রহণ হবে না।