আমুদরিয়া নিউজ : এবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বাংলায বক্তৃতা দিযে শিরোনামে এলেন তমলুকের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার সংসদের শীতকালীন অধিবেশনের ঘটনা। সেখানে তাঁর বক্তব্য পেশের কথা ঘোষণা হতেই তিনি প্রথমে ইংরেজিতে বলেন।
ইংরেজিতে যা বলেন তা হল, আমি ঠিক করেছি, আমার মাতৃভাষা বাংলায় বলব। কেননা, প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদীর উদ্যোগে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এর পরে কয়েকজন হিন্দিতে বলতে হবে বলে আওয়াজ তুললেও আগাগোড়া বাংলায় বলেন তিনি। তাঁর এই বাংলায় বলার অনমনীয় মনোভাব সোশাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে।