আমুদরিয়া নিউজ : ২২ জুলাই ভারতে থাকার রেসিডেন্স পারমিট শেষ হয়ে গিয়েছিল তাঁর। তবু ভারত ছাড়তে চাননি নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তাই পারমিটের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ভারতকে ভালোবাসি বলেই এখানে রয়েছি, আমাকে ভারতে থাকতে দিলে কৃতজ্ঞ থাকব, এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে শাহকে ট্যাগও করেন লেখিকা। যেন তাতেই কাজ হয়ে গেল রাতারাতি।মঙ্গলবারই ভারতে থাকার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়নো হলো তসলিমার। আর তা পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় অমিত শাহকে উদ্দেশ করে ধন্যবাদে ভরিয়ে দিলেন তিন। লেখালিখির কারণে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি হলে ১৯৯৪ সালে নিজের ভিটে ছাড়েন লেখিকা। বাংলাদেশ ছেড়ে ইউরোপ বেশ কয়েক বছর থাকেন। তারপর ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত তাঁর ঠিকানা হয় কলকাতা। একটা সময়ে ছিলেন জয়পুরে। পরে দিল্লিতে থাকতে শুরু করেন। রেসিডেন্ট পারমিট মোটামুটি নিয়ম করেই রিনিউড হচ্ছিল তাঁর। কিন্তু সম্প্রতি তা না-হওয়ায় আশঙ্কিত হয়ে পড়েন তিনি।