আমুদরিয়া নিউজ : তাঁর নাম জিমি টাটা। টাটা গ্রুপের কর্ণধার রতন টাটার মৃত্যু পরে তাঁর সম্পর্কে যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে অনেকেই চমকে উঠেছেন। তাঁর টাটা সংস্থায় সামান্য শেযার আছে। তিনি দু-কামরা একটি ফ্ল্যাটে থাকেন। মুম্বইয়ে। বই পড়া, খবরের কাগজ পড়ার মধ্যেই ডুবে থাকেন। ভাবা যায়!
