সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ১১ জানুয়ারি: জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ভগৎপুর চা বাগানে শনিবার শুরু হলো দুদিনের টি এন্ড ট্রাইবাল উৎসব ২০২৪- ২০২৫। উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী বুলু চিক বরাইক। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক,রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সমাজসেবী বিনোদ কুমার মিঞ্জ সহ জেলা প্রশাসনের আধিকারিকগন ও বিশিষ্ট ব্যক্তিগন। উৎসবে আদিবাসী প্রথায় মাদল বাজিয়ে নাচগানের মাধ্যমে অতিথিদের বরন করে নেওয়া হয়। উৎসবে আদিবাসী প্রথা মেনে একশ জোড়া বর কনের গনবিবাহ দেওয়া হয়। উৎসব মঞ্চ থেকে সবুজ শ্রী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয় ছাত্র ছাত্রীদের হাতে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে শংসাপত্র।
দুদিন ধরে উৎসব মঞ্চে পরিবেশিত হবে আদিবাসী সংস্কৃতি, উৎসব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে তীরন্দাজি সহ বিভিন্ন প্রতিযোগিতা। চা বাগানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আদিবাসী সংস্কৃতি আর সেই সাংস্কৃতিক ধারাকে উজ্জীবিত করার লক্ষ্যেই এই উৎসব আয়োজিত হয় প্রতিবছর রাজ্য সরকারের আদিবাসী দপ্তরের উদ্যোগে ও মুখ্যমন্ত্রীর উৎসাহে।