আমুদরিয়া নিউজ : বেশ কয়েকটি দাবি জানিয়ে বুধবার আলিপুরদুয়ার জেলার শ্রীনাথপুর চা বাগানে আয়োজিত হয় চা শ্রমিকদের একটি সভা। সভার আয়োজক সি পি আই এম এর শ্রমিক সংগঠন সিটু। সিটুর শ্রীনাথপুর চা বাগান শাখার সম্পাদক অমিত মঙ্গর জানান এদিন সভা থেকে কেন্দ্রীয় শ্রম কোড বাতিল, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান,চা বাগানের জমির পাট্টা প্রদান, চা বাগানের অব্যবহৃত জমি কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা বাতিল করা সহ আর বেশ কিছু দাবি জানানো হয়।