আমুদরিয়া নিউজ : বুধবার সকাল থেকে জলদাপাড়ায় শুরু হয়েছে গন্ডার গণনা। উল্লেখ্য জলপাইগুড়ি জেলার জলদাপাড়া অভয়ারণ্যটি এক শৃঙ্গী গন্ডারদের বিচরণভূমি হিসাবে জগৎ বিখ্যাত। এখানে কতগুলো গন্ডার আছে তা জানার জন্য এই গণনা। জানা গেছে মোট চারশো জন একশ তিরান্নব্বইটি দলে ভাগ হয়ে সত্তরোটি কুনকি হাতির মাধ্যমে গন্ডার গণনার কাজ শুরু করেছেন। দলে রয়েছেন বন দপ্তরের আধিকারিক ও বন কর্মীগন এবং তেরোটি স্বেচ্ছাসেবি সংগঠন এর প্রতিনিধিগন। গণনা শেষ হলেই জানা যাবে আগের তুলনায় গন্ডারের সংখ্যা বেড়েছে না কমেছে। এবার আগের তুলনায় গন্ডারের সংখ্যা বাড়বে বলেই অনুমান করছেন বনাধিকারিকগন