আমুদরিয়া নিউজ : শিলিগুড়ি লাগোয়া ইস্টার্ন বাইপাসের ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকার স্কুল ঘর থেকে একজন শিক্ষকের দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবারের ঘটনা। শিক্ষকের নাম সৌরভ রায় (৩২)। তিনি ওই স্কুলেই পড়াতেন। ওই দিন স্কুলে গিয়েছিলেন। পরে বাড়ি ফেরেননি। বাড়ির লোকজন স্কুলে য়োগাযোগ করেন। স্কুল থেকে বলা হয়, তিনি চলে গিয়েছেন। বাড়ির লোকজন অনেক অপেক্ষার পরে পুলিশকে খবর দেয়। পুলিশ দেখে শিক্ষকের মোবাইল নেপাল সীমান্তের মেচি নদীর কাছাকাছি রয়েছে। কিন্তু, ফোন করলে সাড়া পাননি বাড়ির লোকেরা পরে রাতে হইচই হয় স্কুলের সামনে।
বাড়ির লোকজন গিয়ে দেখেন, ভিড়। তখনই স্কুলের একটি ঘরে শিক্ষকের দেহ মেলে। তাঁকে খুন করা হয়েছে বলে বাড়ির লোকজনদের সন্দেহ। পুলিশ তদন্তে নেমেছে।