আমুদরিয়া নিউজ : চিনে ফের একবার অবাক করা একটি আবিষ্কার সামনে এল। এই আবিষ্কার চিনের ইতিহাসে প্রথম। ২২০০ বছর পুরোনো একটি মহিলার খুলি পাওয়া গেল যার দাঁতে রয়েছে লাল দারুচিনি বা সিনাবার। মনে করা হচ্ছে, যে মহিলার দাঁতে এই পদার্থটি পাওয়া গিয়েছে তিনি যথেষ্ট বিত্তশালী ছিলেন। তাই নিজের দাঁতকে তিনি এভাবে বাঁধিয়ে রেখেছিলেন। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করছেন, যদি এই পদ্ধতি বর্তমান যুগের মানুষ ফের শুরু করে দেয় তাহলে বহু যুগ ধরে তাঁদের দাঁত নিয়ে আর কোনও সমস্যা থাকবে না।
