আমুদরিয়া নিউজ : আমেরিকার একটি আদালত ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ এনেছে। তা ভিত্তিহীন বলে আদানির সংস্থা দাবি করেছে। তাতেও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁদের। এরই মধ্যে আদানি ফাউন্ডেশনের কাছ থেকে অনুদান হিসেবে ১০০ কোটি টাকা নিতে অস্বীকার করল তেলেঙ্গনা রাজ্য সরকার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানান, রাজ্যের ‘সম্মান রক্ষার স্বার্থে’ এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত অভিযোগ তোলার পরে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী তদন্ত করে গৌতম আদানিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, তেলেঙ্গানার প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানান, আদানির বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।