আমুদরিয়া নিউজ : টি টুয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভারতের ক্রিকেট দলের ফার্স্ট বোলার মহম্মদ সিরাজ। তাঁকে তেলেঙ্গানায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হিসাবে দায়িত্ব দেওযা হযেছে। তিনি তা গ্রহণ করেছেন। ভারতীয় ক্রিকেটে অসাধারণ অবদান এবং বিশ্বের মঞ্চে তাঁর সাফল্যের জন্য তেলেঙ্গনা সরকার সিরাজকে সম্মানিত করেছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি ঘোষণা করেছিলেন, বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে সিরাজকে পুরস্কৃত করার। সে সময়ে মুখ্যমন্ত্রী সিরাজকে হায়দরাবাদের জুবিলি হিলসের জমিও দেন। এবার তেলেঙ্গনা পুলিশের কর্মরত সিরাজকে প্রোমোশন দিলেন তিনি।