আমুদরিয়া নিউজ : আমেরিকান ইভি নির্মাতা টেসলা ভারতে তাদের প্রথম শোরুমের জন্য বান্দ্রা কুরলা কমপ্লেক্স জেলায় ৪,০০০ বর্গফুট জায়গা ভাড়া নিয়েছে। জানা গিয়েছে, এলন মাস্কের এই কোম্পানিটি প্রতি মাসে ৩৫ লক্ষ টাকারও বেশি ভাড়া দেবে, যার সাথে কিছু পার্কিং লটও থাকবে। ভারতে টেসলা এলে, এখানের অটো কোম্পানি গুলি আরও উন্নত হবে বলে মনে করছেন অনেকেই।
