আমুদরিয়া নিউজ : একদম বিনা খরচে কলকাতার এসএসকেএম হাসপাতালে জন্ম হল নলজাতকের। শুক্রবারের ঘটনা। যে দম্পতির শিশু, তাঁরা খুবই গরিব।
ফলে, বেসরকারি ক্নিনিকে কয়েক লক্ষ টাকা খরচ করে টেস্ট টিউব বেবি নিতে পারবেন না। তাঁরা এসএসকে এমে গিয়েছিলেন। চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদারের তত্ত্বাবধানে শিশউটির জন্ম হয়েছে। টেস্টটিউব বেবির জনক হিসেবে পরিচিত প্রয়াত ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের সহযোগী সুদর্শবাবু।