আমুদরিয়া নিউজ : বেঙ্গালুরুতে পুলিশ রাস্তার দুধার থেকে বিক্ষুক হঠাও অভিযান শুরুর পরে যে ভিখারিকে নিয়ে হইচই হয়েছিল তিনি হলেন কৃষ্ণ। এক ইন্টাভিউয়ে কৃষ্ণ দাবি করেছিলেন, তিনি একজন সফটওয়ার ইঞ্জিনিয়র এবং ফ্যাঙ্কফুটে চাকরি করতেন। অ্যালকোহলের নেশায় চাকরি খুইয়ে এখন ভিক্ষে করেন।
সম্প্রতি শরথ যুবরাজ নামে একজন বিশিষ্ট সোশাল ইনফ্লুয়েন্সার কৃষ্ণের ইন্টারবিউ নিতে গিয়ে চমকে দিয়েছেন। দেখা গিয়েছে কৃষ্ণ আসলে কলেজ ড্রপ আউট। নিজেকে গ্লোরিফাই করার জন্য মিথ্যে বলেছিলেন। তবে কৃষ্ণ স্বীকার করেছেন, তিনি মদের নেশায় ভুল বলেছিলেন। এখন সুস্থ জীবনে ফিরতে চান।