আমুদরিয়া নিউজ : চিরকাল ধরে বেঁচে থাকতে কে না চায়। তবে সেটি করা অতি কঠিন। যার জন্ম হবে তাকে মরতেই হবে। এই ধারণাই রয়েছে পৃথিবীর শুরু থেকে। তবে এবার হাতে এল অবাক করা এক প্রাণীর জীবনচক্র। সমুদ্রের নিচে জেলিফিসের একটি অবাক করা প্রজাতির খবর মিলেছে। এর নাম দেওয়া হয়ছে ইমমরটাল জেলিফিস বা অমর জেলিফিস। নিজের জীবনে সে নিজের মতো করে বেঁচে থাকে। তবে তারা নিজেদের ডিম বা স্পার্ম নিজেরাই তৈরি করে থাকে। সেখান থেকে নতুন প্রাণ তৈরি হলেই সে নিজের পুরনো দেহ ছেড়ে দিয়ে নতুন দেহে প্রবেশ করে যায়। ফলে এভাবেই বছরের পর বছর ধরে সে বেঁচে থাকে। ফলে তাকে অমর বললে ভুল বলা হবে না।
