আমুদরিয়া নিউজ : চুড়িদারে মোড়া ছোট্ট দুই পা। কার? বাবা-মায়ের সমস্ত প্রার্থনার উত্তর যে নিজেই। দুয়া পাড়ুকোন সিং। বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীরের সিংয়ের কন্যা। আলোর উৎসবের মাঝেই এই প্রথম সামাজিক মাধ্যমে মেয়ের পায়ের ছবি দিয়েই তার নাম অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন দম্পতি। বলার অপেক্ষা রাখে না নিমেষে ভাইরাল সেই ছবি। তা শেয়ার করে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।