আমুদরিয়া নিউজ : দেওয়ালি বলে ভারত-চিন সীমান্তে মিষ্টি বিনিময় করল দু-দেশার সেনাবাহিনী। বৃহস্পতিবার চীন-ভারত সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ওই মিষ্টি-বিনিময় হল। লাদাখের দুটি সংঘর্ষ জর্জরিত এলাকা থেকে কদিন আগেই দু-দেশের পক্ষ থেকে সেনা সরানো হয়েছে। তার পরে দু-দেশের সেনাবাহিনীর সম্পর্খ কিছুটা হলেও যে আগের চেয়ে ভাল তা মিষ্টি বিনিময় থেকেই স্পষ্ট।
