আমুদরিয়া নিউজ : জার্মানির একটি চিড়িয়াখানা এমন আজব কাণ্ড ঘটেছে। গত সপ্তাহে চিড়িয়াখানায় গিয়েছিলেন এলিনা ফেল নামে একজন বধূ। বাড়িতে আসার পরে ব্লেডজার খুলে রাখার সময় দেখেন পকেট থেকে কিছু পড়ল।
তিনি দেখেন, সেটি বাঁদুড়। মরে গিয়েছে ভেবে হাত দিতেই তাঁকে কামড়ে দেয় সেটি। এর পরে সেটিকে ধরে খাঁচায় রেখে ডাক্তারের পরামর্শ নেন। বিশেষজ্ঞজের পরামর্শ নিয়ে বাঁদুড়টিকে খেতে দেন। পরে চিড়িয়াখানায় ফেরৎ দেন।