আমুদরিয়া নিউজ : কর্পূর আমাদের সকলেরই পরিচিত। পুজোর কাজে ব্যবহার অনেক বেশি। মিষ্টি তৈরির সময়ও লাগে। অনেক উপকারী কেন!
১) হঠাৎ সর্দি লেগে ক্রমাগত হাঁচি, নাক থেকে জল পড়া, কপালে যন্ত্রণা, নাক আটকে থাকার মতো উপসর্গ দেখা দিলে কর্পূরের ঘ্রাণ নিলে আরাম পাবেন। অনেক সময়ে পরিমাণ মতো খেলে লাভ হয়।।
২) মুখে দুর্গন্ধ রুখতে কর্পূর-জল দিয়ে প্রতিদিন মুখ কুলকুচি করুন। সাইড এফেক্ট নেই।
৩) লোমফোঁড়া, ছোট ফোঁড়ার ব্যাথা হলে কর্পূর মেশানো তেল কাজে দেয়।