আমুদরিয়া নিউজ: নিয়মিত পাউচের মাধ্যমে রক্ত দেওয়া হয় বীরপাড়া চা বাগানের থ্যালাসেমিয়া আক্রান্ত ১৩ বছরের কিশোরীকে। ডিসপোজালের জন্য সেই পাউচ হলুদ পলি ব্যাগে করে নির্দিষ্ট কন্টেনারে রাখার নিয়ম। নির্দিষ্ট পাত্রে সেই পাউচ না রেখে হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সামনেই রেখে যান এক সাফাইকর্মী। আর তারপরই সেটি মুখে নিয়ে, কিছুটা খুবলে খেয়ে হাসপাতাল চত্বরে ঘুরে বেড়িয়েছে একটি পথকুকুর। সেই ছবি ও ভিডিও ভাইরাল হতেই আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
রক্তদাতাদের অসম্মান করার অধিকার কে দিল, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই প্রশ্ন তুলছেন সাফাইকর্মী। যদিও ভাইরাল ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমুদরিয়া নিউজ। তবে নিজেদের সরাসরি গাফিলতির কথা স্বীকার করে ক্ষমা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।