আমুদরিয়া নিউজঃ মাধ্যমিকে বসার আগে টেস্ট পরীক্ষায় বসতে হয় ছাত্রছাত্রীদের। এবার এই পরীক্ষা নিয়ে বড় নির্দেশিকা জারি করলে মধ্যশিক্ষা পর্ষদ। টেস্ট পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন দেওয়া দেওয়া যাবে না, অবাঞ্ছিত কোনো প্রশ্ন থাকবে না বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায়।
কোন বিদ্যালয় তা করলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাদের উপর। প্রত্যেক বিদ্যালয়কে টেস্ট পরীক্ষার জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।