সংবাদদাতা, জলপাইগুড়ি : ভুটানের একজন ধর্মপ্রচারক পশ্চিমবঙ্গের সীমানম্ত শহর জয়গাঁয় এসেছিলেন। সেখানে একটি হোটেলে উঠেছিলেন। বৃহস্পতিবার রাতে ওই হোটেলের বেসমেন্টে তাঁর ক্ষতবিক্ষত দেহ মেলে। লিফটে কোনও দুর্ঘটনার জেরে এমন হতে পারে বলে প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা। তবে পুলিশ নিশ্চিত হতে ফরেনসিক তদন্ত করানোর প্রস্তুতি নিয়েছে।
ভুটানের ধর্মপ্রচারকের নাম দাওয়া নরবু (৪৫)। তিনি কয়েকজনের সঙ্গে তিনি বুদ্ধগয়ায় যাচ্ছিলেন। সকালের দিকে ওই হোটেলে ওঠেন। বিকেলে বাইরে বার হবেন বলে সঙ্গীদের বলেছিলেন। তাঁকে পাওয়া যায়নি। রাতের দিকে হোটেলের বেসমেন্টে তাঁর ক্ষতবিক্ষত দেহ মেলে।
তিনতলা থেকে লিফটে ওঠার সময়ে তিনি কোনভাবে নিচে পড়ে যেতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।