আমুদরিয়া নিউজ : ১২ বছরের ফুটফুটে কিশোরী পুজোয় বেড়াতে গিয়েছিল মামাবাড়ি। আচমকা সে নিখোঁজ হয়ে যায় রবিবার। বিস্তর খোঁজের পরে প্রতিবেশীর বাড়িতে খাটের তলা থেকে একটি বস্তা উদ্ধার হয়। তাতে কিশোরীর দেহ মেলে। প্রতিবেশীকে পুলিশ গ্রেফতার করেছে। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানা এলাকার ঘটনা।
