আমুদরিয়া নিউজ : ২৫ বছরের তুলি বর্মন বালুরঘাটের শিবরামপুরের বাসিন্দা তিনি। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার সকালে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকঘটক এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখেন বাসিন্দারা। পুলিশষ দেহটি উদ্ধার করলে দেখা যায় সেটি তুলির। তদন্ত চলছে।