আমুদরিয়া নিউজ : ২৮ বছর বয়সী সাংবাদিকের দেহ উদ্ধার হলো এক কন্ট্রাক্টরের জমির সেপটিক ট্যাঙ্ক থেকে। এই কন্ট্রাক্টরের দুর্নীতি তিনি তুলে ধরেছিলেন দিন কয়েক আগে।
একটি স্থানীয় নিউজ চ্যানেলে কর্মরত মুকেশ চন্দ্রকরের মৃত্যু হয়েছে শুক্রবার।
১ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন, এবং তার আগেই তিনি বস্তারে একটি ১২০ কোটি টাকার রাস্তা তৈরির কাজে অনিয়ম নিয়ে কথা বলেন। ৩ রা জানুয়ারি চাত্তানপাড়া বস্তির একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে তার দেহ, সেখানেই তাকে শেষ বার দেখা গিয়েছিল।