সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২২ নভেম্বর: নিখোঁজ হবার পাঁচ দিন পর রায়ডাক দুই নম্বর নদী থেকে উদ্ধার হয় কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকা গ্রামের বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী সন্তলাল চৌধুরীর মৃতদেহ। পরিবার সূত্রে জানা গেছে সন্তলাল চৌধুরী পেশায় মৎস্যজীবী। রবিবার সন্ধ্যায় তিনি রায়ডাক দুই নম্বর নদীতে মাছ ধরবেন বলে কাঁধে জাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাত গড়িয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজ খবর করতে শুরু করেন। পরদিন সোমবার নদী থেকে উদ্ধার হয় সন্তলাল চৌধুরীর মাছ ধরার জাল। মঙ্গলবার ও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা কুমারগ্রাম থানার অধীন কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে নিখোঁজ ব্যক্তির খোঁজ না পেয়ে সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেন। সিভিল ডিফেন্স কর্মীরা বোট নিয়ে রায়ডাক দুই নম্বর নদীতে বৃহস্পতিবার দিনভর তল্লাশী চালিয়েও নিখোঁজ ব্যক্তির খোঁজ করতে ব্যর্থ হয়।
শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা রায়ডাক নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশেন খবর দেন। পুলিশ সিভিল ডিফেন্স কর্মীদের সাথে নিয়ে নদীতীরে আসেন ও মৃতদেহ উদ্ধার করে সন্তলালের পরিবারের সদস্যদের খবর দেন। তারা মৃতদেহ দেখে জানান এটি নিখোঁজ সন্তলাল চৌধুরীর মৃতদেহ। শনাক্তকরণ প্রক্রিয়া শেষে পুলিশ মৃতদেহটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। সন্তলালের এভাবে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।