আমুদরিয়া নিউজ : এবার শিকাগো থেকে মাউই বিমানের চাকার খোলে মিলল এক ব্যক্তির দেহ। বড়দিনের মুখে মাউই বিমানবন্দরে বামিন পৌঁছনোর পরে ক্রুরা চাকার খোলে দেহটি দেখতে পান। বিমানবন্দরে এত কড়াকড়ি। তার মধ্যে কীভাবে একজন চাকার খোলে লুকিয়ে পড়েছিলেন সেটাই ভাবাচ্ছে সকলকে।
আসলে বিমানের চাকার খোলে অনেকটা জায়গা থাকে। বিনা খরচে দেশান্তরী হতে মুষ্টিমেয় কিছু লোকজন অতীতেও এমন দুঃসাহসিক চেষ্টা চালিয়েছে। তাতে অধিকাংশেরই মৃত্যু হয়েছে। কারণ, বিমান যখন ২০ থেকে ৩০ হাজার ফুট উঁচুতে উটে যায় চাকার খোলের মধ্যে তাপমাত্রা মাইনাস৩৭ ডিগ্রি থেকে ৫৭ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে। উপরন্তু, চাকাটি ওড়া ও নামার সময়ে ভেতরের যন্ত্রাংশ নাডা়চাড়া করলে ভেতরে থাকা ব্যক্তির আঘাত লাগতে পারে। অতীতে একবার একজনকে বরফাবৃত অবস্থায় চাকার খোলে পাওয়া গিয়েছিল। ঘটনাচক্রে সেই ব্যক্তি বেচে গিয়েছিলেন।