আমুদরিয়া নিউজ : বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের জঙ্গল ও নদী ঘেরা রাভা বস্তিতে বসবাস করেন রাভা সম্প্রদায়ের বেশ কিছু মানুষ। ভৌগোলিক দিক থেকে রাভা বস্তির অবস্থান কুমারগ্রাম ব্লকে। এই রাভা বস্তিতে যাতায়াতের পথে রায়ডাক এক নম্বর নদীর উপর দীর্ঘদিন আগে নির্মিত হয়েছিল একটি কাঠের সেতু। রাভা বস্তির বাসিন্দারা ও বন কর্মীরা এই সেতুর উপর দিয়ে যাতায়াত করতেন। বছর দুই আগে এই কাঠের সেতুটি ভেঙে যায়, এরপর থেকে এই সেতু সারাই বা নির্মাণ না হওয়ায় রাভা বস্তির বাসিন্দারা যাতায়াত এর ভীষণ সমস্যায় পড়েছেন। তাদের দাবি দ্রুত কাঠের ভেঙে যাওয়া সেতুটি নির্মাণ করা হোক।
