আমুদরিয়া নিউজ: ক্যালেন্ডারে শীতকাল শুরু হতে না হতেই সকাল থেকেই যেন ক্রমশ ভারী হয়ে উঠছে দিল্লির বাতাস। ধোঁয়াশা গ্রাস করেছে রাজধানীকে। নিঃশ্বাস নিতে গিয়েও সমস্যায় পড়ছেন দিল্লিবাসী। শনিবার অক্ষরধাম ও আনন্দ বিহারে সর্বোচ্চ এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড হয়েছে।
বায়ু দূষণ ঠেকাতে দিল্লি সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। উন্নতি হয়নি পরিস্থিতির। ব্যক্তিগত যান চলাচলে জারি হয়েছে নিষেধাজ্ঞা। দীপাবলির বাকি এখনও প্রায় ১২ দিন। তার আগেই এই দুরবস্থা। দীপাবলির পর অবস্থা কেমন হবে তা ভেবে শঙ্কিত বাসিন্দারা।