আমুদরিয়া নিউজ : ইরানের রাজধানী তেহরান থেকে সরছে। পরিবর্তে নতুন রাজধানী হবে উপকূলীয় মাক্রান অঞ্চলে। তা নিয়ে সে দেশে সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, ইরানের রাজধানী তেহরানে পরিবেশগত চাপ, জনসংখ্যা, জল ও বিদ্যুৎ সংকট বেড়েছে। তাই রাজধানী সরানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন রাজধানী হবে উপকূলবর্তী মাক্রান অঞ্চলে। সমুদ্র বন্দর ভিত্তিক ওই এলাকায় রাজধানী হলে, ইরান কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা পাবে।
