আমুদরিয়া নিউজ ডেস্ক : বুধবার ভোরে ত্রিচি-চেন্নাই হাইওয়েতে একটি ভ্যান রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। তিরুভান্নামালাইয়ের বাসিন্দা ওই দলটি বাড়ি ফেরার আগে তিরুচেন্দুর মুরুগান মন্দির ও মীনাক্ষী আম্মান মন্দিরে গিয়েছিল।
রাত আড়াইটে নাগাদ সেরাথানুরের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ বসন্ত কুমার নামে ওই ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তা থেকে ছিটকে যায় এবং প্রচণ্ড গতিতে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়৷ নিহতদের মধ্যে দুজন নারীও রয়েছেন। একটি উদ্ধারকারী দল বিধ্বস্ত গাড়ির ভিতরে আটকে পড়া ১৩ জন ভক্তকে হাসপাতালে নিয়ে যায়।