আমুদরিয়া নিউজ : এক প্রদর্শনী সভায় পোষ্য বিড়াল নিয়ে হাজির হয়েছিলেন এক ব্যক্তি। পোষ্যটিকে সঙ্গে নিয়ে ঘুরছিলেন এদিক ওদিক। সভায় নানা আসবাবের মধ্যেই ছিল একটি সিংহের আদলে তৈরি পুতুল। বিড়ালটিকে পুতুলটির কাছে নিয়ে যেতেই সেটি থাবা বসায় সিংহের পুতুলটির গায়ে। পাঁচ সাত বার আঁচড় মারে পুতুল সিংহটির গায়ে। যেন জ্যান্ত অবস্থায় পেলেও সে আর আস্ত রাখতো না সিংহকে। থাবা বসিয়েই এক প্রস্থ হিসেব যেন বুঝে নেয় বিড়ালটি। মনে মনে ভাবে, সম্পর্কে আমি বাঘেরও মাসি হই। সুতরাং সাবধান। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, সুযোগ পেয়ে মনের ঝাল মিটিয়ে নিল, আসল সিংহ হলে কী পারতো ?
