আমুদরিয়া নিউজ : এখন থেকে রাস্তায় দুর্ঘটনায় জখম হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানালে আহত ব্যক্তিদের ক্যাশলেস চিকিৎসার দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার। এই জন্য একটি প্রকল্প চালুর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই প্রকল্পে আহত ব্যক্তির চিকিৎসার ১.৫ লাখ টাকা পর্যন্ত খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে হিট অ্যান্ড রান কেসে মৃত ব্যক্তির পরিবারকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি জানান, ২০২৪ সালে দেশে ১ লাখ ৮০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।