আমুদরিয়া নিউজঃ খুঁটি পুজোর মধ্যে দিয়ে কোচবিহার রাসমেলার কাজের সূচনা হল। সোমবার রাসমেলার কাজের সূচনা করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ নাথ ঘোষ। রাসপূর্ণিমা থেকে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী এই মেলার। এদিন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেল ২১৩ তম রাসমেলার। এবছর মেলা ২০ দিনের করতে ইচ্ছুক কোচবিহার পুরসভা। তবে জেলা প্রশাসন ১৫ দিনের বেশি করতে দিতে নারাজ। এই নিয়ে মতানৈক্য প্রকাশ্যে এসেছে। হাতে আর মাত্র দশ দিন।
এদিন পুরসভার তরফে প্রস্তুতি শুরু করা হল। এখন দেখার বিষয় এবার মেলা কত দিনের হয়। তা যাই হোক রাসমেলা নিয়ে উৎসাহের পারদ ক্রমশ বাড়তে চলেছে কোচবিহার বাসীর মনে।