আমুদরিয়া নিউজ : বুধবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। পৌনে ১১ টা নাগাদ প্রধান বিচারপতির বেঞ্চ বসে। স্থগিত হয়ে যাওয়া মঙ্গলবারের শুনানিতে সিবিআই তদন্তের স্টেটাস রিপোর্ট জমা, সেই সাথে রাজ্যের হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলির আভ্যন্তরীণ নিরাপত্তা ও সিভিক ভলান্টিয়ার নিয়ে রাজ্য সরকারের হলফনামা দেওয়ার কথা ছিল। গত শুনানিতে অক্টোবরের মধ্যেই সব কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। সেই স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখবেন প্রধান বিচারতি ডিওয়াই চন্দ্রচূড়।