আমুদরিয়া ডেস্ক : আজ, শনিবার বেলা দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগাম না জানিযে চলে যান স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে। সেখানে তিনি গিয়ে তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু, জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁদের ৫ দফা দাবি মেনে নিলেই তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন।
এদিনও জনিয়র ডাক্তাররা ফের রাত ধখলের ডাক দিয়েছেন। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সমাধানসূত্র মেলে কি না সেটাই দেখার বিষয়। এদিকে, এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হল।