আমুদরিয়া নিউজ : মহালয়ার প্রাক্কালেই কলকাতার প্রথম সারির পুজোর উদ্বোধন করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঢাক বাজিয়ে পুজোর উদ্বোধন করেন তিনি। ধামসাও ছিল। সেটাও বাজান তিনি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো বরাবরই কলকাতার অন্যতম আকর্ষণ। এবারও সেই পুজোর উদ্বোধন করে শারদোৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী। আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলছেই। অনেকে এবার উৎসব নয় বলে ডাকও দিয়েছেন।