আমুদরিয়া নিউজঃ দার্জিলিং চিড়িয়াখানায় সদ্যোজাত দুই স্নো লেপার্ডের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মাস চারেক আগে এই চিড়িয়াখানায় জন্ম নেওয়া চার রেড পান্ডার নামও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্নো লেপার্ড দুটির নাম দিয়েছেন ডার্লিং ও চার্মিং। আর চারটি রেড পান্ডার নাম রেখেছেন পাহাড়িয়া, হিলি ভিক্টোরি, ড্রিম।
মুখ্যমন্ত্রী জন্তুদের নামকরণ করায় খুশি পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ। তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সকালে দার্জিলিংয়ের রিচমন্ড হিল থেকে বেরিয়ে অনেক পথ হাঁটেন তিনি। ম্যাল রোড দিয়ে যাবার সময় তিনি চিড়িয়াখানা পরিদর্শন করেন। সেখানে তিনি সদ্যোজাত স্নো লেপার্ড সহ রেড পান্ডাদের নতুন নামকরণ করেন।