সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২০ ডিসেম্বর: সামনেই বড়দিন। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান উৎসব হলেও বড়দিনের উৎসবে মেতে ওঠেন সকল সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতা সকলেই। গীর্জা গুলোতে চলছে সাজো সাজো রব। ফুল, ঝালর ও আলোক সজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে গীর্জাগুলিকে। বড়দিনে সেখানে দিনভর চলবে প্রার্থনা সহ গান বাজনার অনুষ্ঠান ও বাইবেল পাঠ। কেক আর আলোক সজ্জা বড়দিনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আলিপুরদুয়ার শহর লাগোয়া দমনপুর এর ক্রাইষ্ট দ্য কিং চার্চটিকেও সাজিয়ে তোলা হয়েছে আলোকমালায়। এই চার্চের আলোক সজ্জার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গীর্জার সামনে ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন গীর্জার সম্মানীয় ফাদার থমাস, আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, অতিরিক্ত জেলা শাসক নৃপেন্দ্র কুমার সিং, আলিপুরদুয়ার এক ও দুই নম্বর ব্লকের বিডিও গন,আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। জেলাশাসক আর বিমলা জানান এদিন এই গীর্জার সুন্দর আলোকসজ্জার ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান।